বিশ্বকাপ ফুটবল: শেষ মূহুর্তের অবিশ্বাস্য গোলে জয় জার্মানির

Date:

Share post:

Image caption অবিশ্বাস্য গোলের পর টনি ক্রুস

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ মুহূর্তের জয়সূচক গোলে সুইডেনকে হারিয়ে দিলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

হারলে বিশ্বকাপ থেকেই বিদায়ের আশঙ্কা ছিলো।

আবার মাঠে নেমে প্রথমে এক গোল হজম করে সেই আশঙ্কাকেই আরও জোরদার করেছিলো জোয়াকিম লো’র দল।

কিন্তু এর পর থেকেই একের পর এক আক্রমণ থেকে গোল আদায় করে নেয়া এবং শেষ মিনিটে টনি ক্রুসের অবিশ্বাস গোলে জয় আদায় করে বিশ্বকাপে দারুণ ভাবেই ঘুরে দাঁড়ালো জার্মানি।

এফ গ্রুপের খেলায় এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

এর মধ্যে মেক্সিকো দু ম্যাচেই জয় পেয়েছে আর একটি করে জয় পেলো জার্মানি ও সুইডেন।

তবে জার্মানি পরবর্তী খেলা দক্ষিণ কোরিয়ার সাথে আর মেক্সিকো ও সুইডেন একে অন্যের বিরুদ্ধে লড়বে তাদের পরবর্তী ম্যাচে।

Image caption টনি ক্রুসের গোলের মূহুর্ত

আগের ম্যাচে মেক্সিকোর কাছে পরাজয়ের পর আজকের ম্যাচ নিয়ে জার্মান শিবিরে উদ্বেগ উৎকণ্ঠার শেষ ছিলোনা।

আবার গত ৪০ বছরেও জার্মানির সাথে জেতার রেকর্ড নেই সুইডেনের।

সেই সুইডেনই প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করে এগিয়ে গেলে আরও উদ্বেগ বাড়ে জার্মান শিবিরে।

কিন্তু কার্যত এরপরই ঘুরে দাঁড়ায় জার্মানি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটের মারিও গোমেজের পায়ে লেগে বল যায় সুইডেনের জালে।

এরপর একের পর এক আক্রমণ করেও ফল পায়নি জার্মানি।

মাঝে মধ্যে দু একটি আক্রমণ হয়েছে সুইডেনের দিক থেকেও।

৮২তম মিনিটে বোয়াটেং দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে গেলে বাকী সময়টা জার্মানরা ক্রমাগত আক্রমণ করেছে দশ জনকে নিয়েই।

Image caption গ্রুপের চারটি দলেরই এখনো নক আউট পর্বে যাওয়ার সুযোগ আছে

অবশেষে খেলার ঠিক শেষ মূহুর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে থেকে টনি ক্রুসের বাঁকানো ফ্রি কিক সুইডেনের জালে জড়ালে উল্লাসে মেতে উঠে জার্মানরা।

এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট পর্বে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।

Source from: http://www.bbc.com/bengali/news-44590975

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...