
ভারতে এক বন কর্মকর্তা একটি অজগর সাপের সঙ্গে সেলফির জন্য পোজ দিচ্ছিলেন, তখন অজগর সাপটি তাকে গলা পেঁচিয়ে প্রায় শ্বাসরোধ করে মারার উপক্রম করেছিল। কিন্তু অন্যদের সাহায্যে তিনি রক্ষা পান।
ভারতের পশ্চিমবঙ্গের সাহেববাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। সেখানে ১৮ ফুট লম্বা অজগরটি একটি ছাগলকে গিলে খাচ্ছিল।
গ্রামের লোকজন বন বিভাগের সাহায্য চাইলে বন কর্মকর্তা সঞ্জয় দত্ত সেখানে পৌঁছান। তিনি অজগরের মুখ থেকে ছাগলটিকে উদ্ধার করেন।
এরপর তিনি অজগরটিকে ধরে তার গলায় ঝুলিয়ে গ্রামবাসীকে দেখাতে থাকেন। গ্রামের লোকজন তার সঙ্গে সেলফি তুলতে ভিড় করে।
কিন্তু অজগরটি এক পর্যায়ে এমনভাবে তার গলা জড়িয়ে ধরে যে মিস্টার দত্তের শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়।
তবে অন্যদের সাহায্যে তিনি এ যাত্রায় রক্ষা পান।
Source from: http://www.bbc.com/bengali/news-44521943