
বিশ্বকাপ ফুটবলে একটি একটি করে দিন যাচ্ছে – আর একটি করে ‘বড় দলের’ পা হড়কাচ্ছে।
তাদের ভক্ত-সমর্থকরা একদিন প্রতিপক্ষের খারাপ ফলে উল্লাস করছেন, আর তার পরদিনই হতাশ হচ্ছেন নিজের পছন্দের দলের খেলা দেখে।
অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ভক্তদের নানা শিবিরের বাকযুদ্ধ।
শুরুটা হয়েছিল যখন স্পেন রোনাল্ডোর দুরন্ত নৈপুণ্যে পর্তুগালের কাছে পয়েন্ট খোয়ালো।
তার পরদিনই আরো বড় নাটক। আর্জেন্টিনার লিওনেল মেসি’র পেনাল্টি মিস করলেন – ফল: আইসল্যান্ডের সাথে ড্র।
তার পর এলো এবারের সবচেয়ে বড় দুই ফেভারিট ব্রাজিল আর জার্মানির পালা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি তো মেক্সিকোর কাছে হেরেই গেল, আর ব্রাজিল ড্র করে বসলো সুইৎজারল্যান্ডের কাছে।
মেসি আর নেইমার – দুই তারকার ভক্তরাই এখন স্তব্ধ। শুধু রোনাল্ডোর সমর্থকরাই উল্লাস করছেন, কারণ তারকাসমৃদ্ধ স্পেনের কাছ থেকে এক-তারকার দল পর্তুগালের পক্ষে পয়েন্ট ছিনিয়ে নেয়া কম কৃতিত্ব নয়।
ফলে ইন্টারনেটে বাংলাদেশে ও তার বাইরে ফুটবল ভক্তদের প্রতিযোগিতা চলছে কে কত সৃষ্টিশীল ভাবে অপরকে ব্যঙ্গবিদ্রুপ করতে পারেন, নিজেদের মূল্যায়ন তুলে ধরতে পারেন।
যেমন টুইটারে মেসিকে একজন চিত্রিত করেছেন ‘মিস পেনাল্টি’ নামে।
এফো ডেলা একজন সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীর দেহে মেসির মাথা বসিয়ে দিয়ে লিখেছেন ‘২০১৮-র মিস পেনাল্টি পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি।’
অবশ্য তার নিচেই আবার একজন লিখেছেন – যতই পেনাল্টি মিস করুক – মেসি এখনো রোনাল্ডোর চেয়ে ‘হাজার গুণ ভালো।’
মেসির পেনাল্টি যেন আর কখনো না মিস না হয় তার উপায় বাতলে দিয়েছেন ফেসবুকে একজন। সমাধান আর কিছুই নয় – একটি অতিকায় গোলপোস্ট।
টুইটারেই একজন প্রকাশ করেছেন ‘মেসির পেনাল্টি মিসের খবরে রোনাল্ডোর (অবশ্যই কাল্পনিক) প্রতিক্রিয়া।’
স্পোর্টস ইলাসট্রেটেড নামে একজন একটি ছোট ভিডিও দিয়েছেন: যাতে রোনাল্ডোকে হো হো করে হাসতে দেখা যাচ্ছে। ভিডিওটি অবশ্য রেয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার একটি খেলার।
টুইটারে একজন একটি ভিডিও পোস্ট করেছেন – একটি ছ’সাত বছরের ছেলে অনেকগুলো ফোলানো বেলুন একসঙ্গে করে বহন করার চেষ্টা করছে, আর বার বার হাত ফসকে দু’একটা করে বেলুন পড়ে যাচ্ছে।
ক্রিস্টিয়াএন নিচে মন্তব্য লিখেছেন: ‘মেসি তার অস্তিত্বহীন দলকে বহন করার চেষ্টা করছেন।’
কিনিহুন ডুডু নামে একজন রোনাল্ডোর গোল করা এবং মেসির গোল মিস করা -দুটি ছবি পাশাপাশি জুড়ে দিয়েছেন।
তিনি নিচে মন্তব্য করেছেন “ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি’র মধ্যে পার্থক্য। “
Source from: http://www.bbc.com/bengali/news-44519762