ছবির কপিরাইটGetty ImagesImage captionফিলিপিনের রাজধানী ম্যানিলার একটি পার্কে ঈদের নামাজ পড়ছেন এক ফিলিপিনো নারী
রমজানের শেষ দিন সন্ধ্যায় চাঁদ দেখার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। এ বছর বিশ্বের ১৬০ কোটি মুসলিম ঈদ উদযাপন করছেন।
ছবির কপিরাইটAFPImage captionনেদারল্যান্ডসের রটারডাম শহরের মেভলানা মসজিদে ঈদের জামাত
চাঁদের গতিবিধি ভেদে রমজান মাস ২৯ থেকে ৩০ দিন হয়।
একেক দেশের মুসলমানরা একেকভাবে ঈদের দিন ধার্য করেন। কোনো কোনো দেশ সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে দিন ধার্য করেন। অনেক দেশ নিজেদের আকাশে চাঁদ দেখে ঈদের দিন ঠিক করে।
ছবির কপিরাইটEPAImage captionইন্দোনেশিয়ার বান্দা আঁচের বাইতুররহমান গ্রান্ড মসজিদে ঈদের জামাতছবির কপিরাইটAFPImage captionআফগানিস্তানের কাবুলে শাহী দো শামসিরা মসজিদে ঈদের জামাতের পর কোলাকুলিছবির কপিরাইটEPAImage captionতালেবানের যুদ্ধবিরতির পর আফগানরা এবার অনেক স্বস্তিতে ঈদ করছেন। হেরাতে ঈদের জামাতের পর।ছবির কপিরাইটAFPImage captionসোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি স্টেডিয়ামে ঈদের জামাতছবির কপিরাইটReutersImage captionকেনিয়ার রাজধানী নাইরোবীর স্যার আলী মুসলিম ক্লাবের মাঠে ঈদের জামাতছবির কপিরাইটReutersImage captionব্রিটেনের বার্মিংহাম শহরে স্মল হিথ পার্কে ঈদের জামাতে হাজির লোকজনছবির কপিরাইটEPAImage captionলেবাননের রাজধানী বাইরুতের আল আমীন মসজিদে ঈদের জামাতছবির কপিরাইটEPAImage captionভারত শাসিত কাশ্মীরের জম্মুতে ঈদের জন্য টুপি কিনছে এক বালকছবির কপিরাইটAFPImage captionঈদের জন্য কেক-মিষ্টি তৈরি হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদের এক বেকারিতেছবির কপিরাইটAFPImage captionঈদের বাড়ী যাওয়ার ভীড়, বাংলাদেশছবির কপিরাইটEPAImage captionইন্দোনেশিয়ার বান্দা আঁচে শহরের একটি বাজারে তালের পাতায় মোড়া ঈদের ঐতিহ্যবাহী খাবার কেটুপাট বিক্রি করছেন এক নারীছবির কপিরাইটEPAImage captionপাকিস্তানের পেশোয়ারে ঈদের পোশাক কিনছেন বাবা ও ছেলে
ঈদের সম্ভাষণ- ঈদ মুবারক
ছবির কপিরাইটReutersImage captionগাজা ভূখণ্ডের রাফায় ঈদের জন্য মিষ্টির বাজার