ডাইনিবিদ্যার অনুশীলনের অভিযোগ তুলে ভারতের বিহারের পূর্ণিয়ার একটি গ্রামে একই পরিবারের পাঁচজন সদস্যকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মারধর করে, পুড়িয়ে হত্যা করা হয়।
ওই গ্রামের একটি জলাশয় থেকে সোমবার তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পূর্ণিয়া সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পঙ্কজ কুমার শর্মা সংবাদ মাধ্যমকে বলেছেন, “এই হত্যার সঙ্গে ঝাঁড়-ফুক, ডাইনিবিদ্যা-এই সবের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিবার ঝাড়-ফুঁক করত বলে জানা যাচ্ছে।”
“ওই পরিবারের এক নাবালক সদস্য জানিয়েছে, ডাইনিবিদ্যা অনুশীলনের অভিযোগ তুলে তার বাড়ির পাঁচজনকে মারধর করে জ্বালিয়ে দেওয়া হয়।
এই ঘটনাটি পূর্ণিয়ার তেতগামা গ্রামের। নিহতদের মধ্যে বাবুলাল ওঁরাও নামে একব্যক্তি, তার স্ত্রীসহ মোট পাঁচজন রয়েছেন।