ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক মন্ত্রীর পা মালিশ করার এক ভিডিও ফাঁস হওয়ার পর এ নিয়ে হৈচৈ পড়ে গেছে।
বার্তা সংস্থা এএনআই একটি টুইটার ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে বিজেপি সরকারের মন্ত্রী নন্দ গোপাল গুপ্তা ক্লান্ত আধা শোয়া অবস্থায় আছেন এবং বিজেপির দু‘তিনজন কর্মী তার পা টিপে দিচ্ছে।
তবে মি. গুপ্তা নিজেই তার পা মালিশ করতে বলেছিলেন, নাকি কর্মীরা উপযাচক হয়ে এই কাজ করেছে, ভিডিও থেকে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।
তবে এই পদ মর্দনে তার যে কোন বিশেষ আপত্তি ছিল না, সেটা বোঝাই গেছে।
ভিডিওটি এখানে দেখুন:
মি. গুপ্তা এলাহাবাদ সাউথের বিজেপির একজন এমএলএ।
ঐ শহরে পৌর নির্বাচনে দলীয় প্রচারাভিযান নিয়ে তিনি এখন ব্যস্ত।
সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তার সমালোচনা করেছেন।
তারা বলছেন, বিজেপির রাজ্য নেতারা তোষামোদকারী পুষছেন এবং দাসপ্রথা চালু করেছেন।
টাইমস অফ ইন্ডিয়া খবর দিয়েছে, কিছু সমর্থক দাবি করেছে যে নন্দ গোপাল গুপ্তা ‘রক্তে শর্করার সঙ্কটে’ ভুগছেন। সেজন্যই এই মালিশ।
তবে ‘ভারতের ভিআইপি’ সংস্কৃতিতে ক্ষমতার এধরনের অপব্যবহার এবারই প্রথম নয়।
এর আগে আরেকটি ভিডিও নিয়েও বেশ হৈচৈ হয়েছিল।
তাতে দেখা গেছিল আরজেডি নেতা লালু প্রসাদের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে তারই দলের একজন প্রাক্তন বিধায়ক।