বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়াকে অস্থায়ী প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ।

Date:

Share post:

প্রধা বিচারপতি সুরেন্দ্র কু সিনহা ছুিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়াকে অস্থায়ী প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করেছে আইন ণালয়। সোমবার রাত বারোটা ২০মিনিটে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গেজেট প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ওই গেজেটটি প্রকাশ করা হয় বলে তিনি জানান।
এর আগে রোববার বিকেল ৩টার দিকে এক মাসের ছুটি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর এক আবেদন পাঠান প্রধান বিচারপতি। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অ্যাডকেট মো. আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে প্রধান বিচারপতি ওই আবেদন পাঠান।তবে প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় সংানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির দায়িত্ব পালনে একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গ দেওয়ার বিধান রয়েছে। সেই বিধান অনুসারে আপিল বিভাগের বিচারকদের মধ্যে জেষ্ঠ্যতার ভিত্তিকে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হলো।
এদিকে অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল আদালত বসার পূর্বে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের সকল আইনবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের স্থা করা হয়েছে। আর এ কারণে সুপ্রিম কোর্টের বাগানে একটি প্যান্ডেলও সাজানো হয়েছে।
এছাড়া সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট খোলা এবং এর বেঞ্চ পূনর্গঠনের বিষয়টি জানানো হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে এসব বেঞ্চ পূনর্গঠন করা হয়। এর ফলে হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চের তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা পেয়েছে। যার মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ, একটি বৃহত্তর বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

১২ দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ

ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর অবশেষে রোববার খুলছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত...

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ

চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না—অন্তর্বর্তী সরকারের সময়ই কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয়...

অভিনয় থেকে অবসর নিলে সাংবাদিক হবেন মোশাররফ করিম

সব মাধ্যমেই দেশের দর্শকপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশাররফ করিম। বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য...

৪০ বছর পর জানলেন নিজের ৫ সন্তানের বাবা নন তিনি

৪০ বছর ধরে যাদের বাবা হিসেবে লালন-পালন করেছেন, ডিএনএ পরীক্ষায় জানা গেল, তাদের কারোরই জৈবিক বাবা নন তিনি।...