অভিনয় থেকে অবসর নিলে সাংবাদিক হবেন মোশাররফ করিম

Date:

Share post:

মা্যমেই দেশের দর্শকপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশাররফ করিম। বহুমাত্ অভিনয়ের জন্য যার জুড়ি নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ করিম, ভালোবাসাও কুড়িয়েছেন দুই হাত ভরে। মঞ্চ, নাটক, ওটিটি এবং েমা- সব মাধ্যমেই হাজির হয়ে জস্ব মুনশিয়ানা দেখিয়েছেন এবং সফলও হয়েছেন তিনি।

মাঝেমধ্যেই তিনি চিন্তা করেন অনেকটা সময় হলো, অভিনয়টা ছেড়ে দেবেন। কিন্তু কিছুদিন অভিনয় ছেড়ে বাসায় থাকার পর তার আর মন টেকে না। আবারও ফেরেন কাজে। এভাবেই যেন চলছে তার অভিনয় জীবন।

যদি একদিন অভিনয় ছেড়ে দিতে হয়, এমন প্রসঙ্গ তুলতেই গণমাধ্যমে দো এক সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পা না। আমি তো উপভোগ করিও না।’

তিনি বলেন, ‘আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের () ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।’

সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশাররফ করিম। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি ে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে— আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।’

এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত – দ্য সার্কেল’। মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন তার স্ত্রী অভিনয়শিল্পী রেবেনা রেজা জুঁই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

৪০ বছর পর জানলেন নিজের ৫ সন্তানের বাবা নন তিনি

৪০ বছর ধরে যাদের বাবা হিসেবে লালন-পালন করেছেন, ডিএনএ পরীক্ষায় জানা গেল, তাদের কারোরই জৈবিক বাবা নন তিনি।...

গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা অপু ৪ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে...

গণকবরে ১১৪ জুলাই শহীদের মরদেহ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

প্রধান শিক্ষিকা না ডাকলে হয়তো আমিও সেদিন লাশ হয়ে যেতাম : মাইলস্টোনের অধ্যক্ষ

৯ মিনিটের ব্যবধানের জন্য সেদিনের বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম...