রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (২ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।
রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত অপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার (১ আগস্ট) রাজধানীর ওয়ারী থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অপুকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের একজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আমিনুল নামে ছাত্রসংসদের আরেক নেতাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। চাঁদাবাজির অভিযোগে সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন। তারা শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়-ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
সিদ্দিক আবু জাফর ১০ লাখ টাকা চাঁদা দেন।
গত শনিবার (২৬ জুলাই) রাতে চাঁদার বাকি টাকা আনতে যান তারা। ঘটনাস্থল থেকে রাজ্জাকসহ পাঁচজন পুলিশের হাতে ধরা পড়েন। বাকি চারজন হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন। এ ঘটনায়গুলশান থানায় মামলা করেন সিদ্দিক আবু জাফর।