আসলে আমরা কোথায় বাস করছি, আমরা কি মানুষ নাকি মানুষ রুপি শয়তান। জানোয়ার বলবোনা,কারন ওদের ছোট করা হবে। আমি দেখেছি ওদের মধ্যে মানবিকতা। তাহলে আমরা কিভাবে আমাদের বাবা মা দের সাথে এতটা নির্মম হতে পারি?
আমরা সন্তানেরা যারা খাবার না খেলে আমাদের বাবা মায়ের মুখে খাবার উঠেনা, আমরা তাদেরকে শুধুই ভাতের জন্য এতটা নির্দয় কেন হব। তাহলে তো আমি বলব কারোরি সন্তান নেওয়া উচিত না বরং যাদের বাচ্চা নেই তারা অনেক ভাল আছেন।এই কুকর্মা সন্তানদের থাকার চাইতে না থাকাই ভাল। যে ছেলে নিজের বাবা মা কে ভাল রাখতে পারেনা,তাদের উচিত না সমাজে বাস করা। তুমি সব সম্পর্ক ছেদ করলেও নিজের জন্মদাত্রীকে কিভাবে ভুলবে।
আমি কোরবানি দিতে পছন্দ করব অন্য সব সম্পর্ক কে যা আমার মা কে ক্ষত করে। বাংলাদেশে তো বাবা মা ভরণপোষণ আইন আছে, ঐ আইনের ব্যবহার বাড়াতে হবে, যেন এক মুঠো ভাতের জন্য কোন মা কিংবা বাবাদের সন্তানের হাতে লাঞ্ছিত হতে না হয়। ধিক তোদের ধিক, মনে রাখিস সেই দিন বেশি দূরে নয় যেদিন তোদের উত্তরসুরীরা অপেক্ষা করছে তোদের সেই দিন দেখানোর জন্য।
লেখক:-আয়েশা সোনিয়া