দাউদকান্দিতে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

Date:

Share post:

কুমিল্লার দাউদকান্দি পৌরয় ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ পৌরসভায় তিন রোগী মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নিহতরা হলেন- দোচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার।

দাউদকান্দি পৌরসদরের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড দুটিতে ডেঙ্গু পরিস্থিতি ামারী পর্যায়ে পৌঁছে গেছে। দাউদকান্দি পৌর শাসন এই দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

পৌর ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাউদকান্দি পৌরসদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে দ্রুত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।

প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্য আক্রান্ত হচ্ছেন। ওয়ার্ড দুটিতে আক্রান্তের সংখ্য প্রায় ৬ শতাধিক। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানান বয়স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে আক্রান্ত হয়েছেন।

মে মাস থেকে এই পর্যন্ত উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৩ শতাধিক রোগী এবং রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন ৩ জন। এতে পুরো পৌরসভা জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ণ মানুষের মাঝে এক ধরনের ভীতি ও অস্থিরতা বিরাজ করছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন বলেন, ‘আমার ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি নিষ্কাশন করছি ও ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে। আমার ওয়ার্ডসহ পাশের ওয়ার্ডের ৪ জন নিহত হয়েছেন।

৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহউদ্দিন সরকার বলেন, ‘আমার ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। আরও শতাধিক আক্রান্ত হয়েছেন।’

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘জুন মাস থেকে এই পর্যন্ত হাসপাতালে ১০২ জন রোগী হয়েছেন। তারমধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়াও উপজেলার বেসরকারি হাসপাতাগুলোতে ২৫৮ জন রুগী চিকিৎসা নিয়েছে বলে জানতে পেরেছি। ডেঙ্গু রুগীদের তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।’

দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছি। প্রতিদিন ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন কর্মসূচি গ্রহণ করছি। ফ্রগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ফেনসিডিল-নগদ টাকাসহ জুলাই যোদ্ধা সেলিম আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার নগদ টাকাসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো....

কর্মক্ষমতার স্বর্ণযুগেও অলস কাটছে ৮০ লাখ তরুণের

যুব জনগোষ্ঠী একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ করে...

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের...

ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েসের ‘টর্চার সেলের’ সন্ধান মিলেছে; যেখানে সাধারণ মানুষকে...