দেশের শীর্ষ নায়ক শাকিব খানের অভিনয় ক্যারিয়ারের রজতজয়ন্তী হয়েছে। আর এই বিশেষ অর্জনকে দারুণ আয়োজনে সেলিব্রেট করা হলো মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ অনুষ্ঠানে।
এই নায়কই ছিলেন এ বছর মেরিল প্রথম আলোর কেন্দ্রবিন্দিুতে। অভিনয় ক্যারিয়ারের সফল রজতজয়ন্তী পার করায় বিশেষ পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব খান।
বেশ লম্বা সময় নিয়ে প্রকাশ করেন অনুভূতি। সেখানে তিনি অকপটে স্বীকার করেন তার ক্যারিয়ারের আপস এন্ড ডাউন নিয়ে। তাকে বলতে শোনা যায়, আমি এই অভিনয় ক্যারিয়ারে যে কতোকিছু দেখেছি তার কোন ইয়ত্তা নেই। কখনো অনেক বেশি উচ্ছ্বসিত হয়েছি, কখনো আবার ব্যাথার সাগরে নিমজ্জিত হয়েছি।
কখনো আমার আশেপাশের মানুষরা মনে করিয়ে দিয়েছে আমার দিন শেষ। আমি নিজেও কখনো তা মেনে নিয়েছি। কিন্তু আমার ভালোবাসার শাকিবিয়ানরা আমাকে সকল প্রতিকূল অবস্থা থেকে আবারও নতুন উদ্যমে বের হয়ে আসার শক্তি জুগিয়েছে।
গতকাল শাকিব খানকে রজতজয়ন্তী পুরস্কার তুলে দেন প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক, চলচ্চিত্রজন মতিন রহমান ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।