চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত বৈঠক শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
আজ শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদের ১৯ জন সদস্য। সম্মেলনকক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়িও দেখা গেছে।
এর আগে সকাল ১১টায় শুরু হওয়া একনেক বৈঠকে মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে সভা শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়। এরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের এই গোপন বৈঠক।
বৈঠক সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান রাজনৈতিক সংকট ও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ করণীয় নিয়ে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় পদত্যাগের ভাবনার কথা জানান। তিনি রাষ্ট্রীয় কাজের বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা, দলগুলোর ঐকমত্যের অভাব, এবং বিক্ষোভ-অবরোধে নিয়মিত সড়কপথ অবরুদ্ধ হওয়া– এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়।
এই তথ্য জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনার ঝড় উঠে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা শুক্রবার রাত থেকেই পরিস্থিতি পর্যালোচনা করে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠক করছেন।
আজ বিকেলেই অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান অনিশ্চয়তা নিরসনে এ বৈঠক হতে পারে একটি মোড় ঘোরানো মুহূর্ত।
উল্লেখ্য, এর আগের দিন, বুধবার সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন ও জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, যাতে একটি নির্বাচিত সরকার গঠিত হতে পারে।
উপদেষ্টা ইউনূসের পদত্যাগের ভাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা একমত যে, তিনি পদত্যাগ করুক তা তারা চান না। বরং দলগুলো দাবি করছে, অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট নির্বাচনের সময়সূচি ঘোষণা করুক এবং একটি সমঝোতার রূপরেখা তৈরি করুক।