চট্টগ্রামের পটিয়ায় নিজ স্ত্রীকে মুক্তিযোদ্ধা অবিবাহিত ভাইয়ের স্ত্রী সাজিয়ে বছরের পর বছর মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহাবুব আলম ও তার স্ত্রী রাশু আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
অনুসন্ধানে জানা যায়, কচুয়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবুল কালাম জীবিত অবস্থায় নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। ২০২১ সালে তিনি অবিবাহিত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। মুক্তিযোদ্ধা আবুল কালাম মারা যাওয়ার পর তার ভাই মাহাবুব আলম নিজের স্ত্রী রাশু আক্তারকে মুক্তিযোদ্ধা ভাইয়ের স্ত্রী সাজিয়ে জাল কাবিননামা এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এরপর থেকে রাশু আক্তার মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে মুক্তিযোদ্ধা ভাতা ও সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।
মুক্তিযোদ্ধা আবুল কালামের জাতীয় পরিচয় সনদ (এনআইডি) বিশ্লেষণ করে দেখা যায়, তিনি অবিবাহিত ছিলেন। স্থানীয় বাসিন্দা আজিম বলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। উপজেলা নির্বাচন অফিসার আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে ভাতা আত্মসাৎ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।