যুদ্ধে মোড় নিচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত

Date:

Share post:

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তার উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে এক্ছ কড়া পদক্ষেপ নেয়। এরমধ্যে সিন্দু পানিবন্টন চুক্তি স্থগিতও রয়েছে। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। যার মধ্যে সিমলা চুক্তি স্থগিতসহ, ভারতের জন্য কাশসীমা নিষিদ্ধ করে পাকিস্তান। তবে পাকিস্তান সিন্দু পানিবন্টন চুক্তি স্থগিতকে ের শামিল হিসেবে ঘোষণা করে।

এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় ১২ রাত ধরে গোলাগুলি হয়। এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীরসহ অন্তত নয়টি জায়গায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারা এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিন্দুর’।

পাকিস্তানের দাবি, ভারত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে তাদের ৩৮ জন বেসামরিক নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে শতাধিক। এ ছাড়া পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধ ভূপাতিত করেছে।

তবে ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এ ছাড়া পাকিস্তান বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানায় ভারত।

এই হামলার পর থেকে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়।

শেষমেশ (১০ মে) পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তারা ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসেবে ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।

এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে। উত্তর এবং পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের করাচির ফায়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানাচ্ছেন বিবিসির সংবাদদাতারা।

গুলিস্তাঁ-এ-জওহার এলা এক বাসিন্দা জুবেইর আশরাফ বিবিসিকে জানিয়েছেন, ভোরবেলা বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। আকাশে আলোর ঝলকানিও দেখতে পেয়েছেন আশরাফ।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ফের হয়তো যুদ্ধে জড়িয়ে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আমরা উদ্বিগ্ন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে...

হঠাৎ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৯ জুন)...

এবার ইসরায়েলের ওপর ক্ষেপেছে উত্তর কোরিয়া

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে,...

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, এটি...