ভারতে বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। পাকিস্তানের তিনটি বিমানবন্দরে ভারতীয় হামলার পর শনিবার (১০ মে) ভোরে কড়া পদক্ষেপ নেয় ইসলামাবাদের বাহিনী। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।
জিওটিভি নিউজের সর্বশেষ খবর অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম শহরেও পৌঁছে গেছে পাকিস্তানি ড্রোন। শহরটির আকাশে ৩ ঘণ্টা ধরে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, গত তিন ঘণ্টা ধরে মোদির নিজ রাজ্য গুজরাটের ওপর দিয়ে পাকিস্তানি ড্রোন উড়ছে।
তবে ড্রোনগুলো কোথাও আঘাত হেনেছে কি না বা ভারতীয় বাহিনীর পদক্ষেপ কী ছিল তা এখনও জানা যায়নি।
গুজরাটে ড্রোন হামলার খবর নিশ্চিত হওয়া না গেলেও পাকিস্তানি সামরিক বাহিনী কয়েকটি স্থানে সফল আঘাত হানার সুনির্দিষ্ট দাবি করেছে। এর মধ্যে রয়েছে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি।
ভাতিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমানবাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) উত্তর-পশ্চিমে এবং কিলি নিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের একটি সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্পমাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়।
পাকিস্তানি আইএসপিআরের দাবি, ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ঘাঁটিটি ধ্বংসে শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়।