এ সময়ের জনপ্রিয় মডেল ঈশিকা খানের বাসায় চুরি।

Date:

Share post:

FB_IMG_1469629955459স্থাকা ও মডে ঈশিকা খানের মিরপুর বাসা় বেশ বড় ধরনের ুরি হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে পরিবারের সদস্যদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে এ চুরি সংগঠিত হয়েছে বলে মনে করেছেন ঈশিকা। তিনি ধারণা করছেন, এটি গৃহকর্মীই করেছে। তার নাম রুবি।
এতে ঈশিকাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও অসুস্থ। ঈশিকা রাজীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তার তথ্যমতে, নগদ লাখ খানেক টাকা ও ৩৫ ভরির মতো গহনা খোয়া গেছে।
ঘটনার বিবরণে তিনি বলেন, ‘সোমবার রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে মার প্রচণ্ড খারাপ করে। মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম, প্রেসারের কোনও সমস্যা। পরে স্কয়ারে দেখাতে আসি।
চিকিৎসকরা জানান, আমার রক্তে ঘুমের ওষুধ পাওয়া গেছে।
এদিকে মঙ্গলবার সকালে ছোট বোন সাদিয়াকে নিয়ে রুবি ডাব কিনতে বের হয়। সাদিয়াকে ডাবের দোকানে থাকতে বলে গৃহকর্মী কলা কিনতে যাবে জানিয়ে পালিয়েছে। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। এদিকে আম্মা রান্নাঘরে স্বর্ণের একটি কানের দুল পায়। সঙ্গে সঙ্গে আমার ও আম্মার আলমারি খুলে দেখি, কোনও গহনা নেই। এছাড়া নগদ টাকাও আর পাইনি। ১ লক্ষ টাকার মতো ছিল। ধারণা করছি, বাসার কাজের বুয়াই এটি করেছে। সে আমাদের বাসায় নতুন কাজ করছিল।’

নিজের শারীরিক অবস্থা কেমন জানাতে চাইলে ঈশিকা বলেন, ‌’গতকাল (মঙ্গলবার) প্রচুর ঘুম হয়েছে। বেশ বমি হচ্ছে। আজও শরীরটা বেশ খারাপ বলে সকালে আবার স্কয়ার হাসপাতালে এসেছি। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন।’

এদিকে চুরির ঘটনায় মিরপুর িশ জিডি (সাধারণ ডায়রি) নেয়নি। ঈশিকার জানালেন, যেহেতু বেশ বড় ক্ষতি হয়েছে তাই পুলিশ মামলা করার কথা বলেছে। এবং বুধবার সকালে পুলিশ ঈশিকার বাসায় এসে পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন। আজকের মধ্যেই ঈশিকার পরিবারের সদস্যরা মামলা করতে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

একটা চেয়ারের জন্য এতকিছু

সাবেক সংসদ সদস্য,রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন,এই ভদ্রলোক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম)...

আলাস্কার উপকূলে ৩ হাজার গাড়িবাহী জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের আলাস্কার উপকূলে প্রায় ৩ হাজার গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০০টি ইলেকট্রিক গাড়িসহ...

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ গ্রেপ্তার ৩

সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ...

কামাল মজুমদার এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের এক মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি...