স্থানীয় প্রতিনিধি
চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সমন্বয়কদের মধ্যে হট্টোগোলের ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষর বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে,মাসউদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে। তারা ঘটনার বর্ণনা দেওয়ার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এ সময় রাসেল আহমেদরা খান তালাতের নেতৃত্বে ডট গ্যাং হামলা করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলন ছেড়ে উঠে যান। এ সময় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা যায়।