সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানোর একটি ভিডিও ভাইরাল

Date:

Share post:

সময় ডেস্ক 

মাধ্যম ফেসবুকে এক ব্যক্তিকে কাশ্যে কোপানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে , ভিডিওটিতে যাকে হামলা করা হয় তিনি স্থানীয় ব্যবসায়ী ও এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ মো. এহতেশাম। বর্তমা তিনি রাজধানীর একটি হাসপাতালে ধীন।

এ ঘটনায় কমিটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপুও আহত হয়েছেন। তবে তিনি গাড়িতে থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তার অভিযোগ- চাঁদা না দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান ্টারের সামনে ধারণ করা। আর ঘটনাটি গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকের।

১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ্ক পরা ১০-১২ জন যুবক রামদা ও চাপাতি দিয়ে এহতেশামকে রাস্তায় ফেলে প্রকাশ্যে উপর্যুপরি কোপাচ্ছে। সে সময় রাস্তাও ছিল বেশ ফাঁকা। দুয়েকটি গাড়ি চললেও কোপানোর দৃশ্য দেখে যানবাহনগুলো দ্রুত সেখান থেকে চলে যায়।

পুলিশ জানায়, ওইদিন রাতে মার্কেট থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা প্রথমে সভাপতি দিপুর গাড়িতে হামলা চালায়। গাড়ি ভাঙার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। তবে গাড়ির জানালার কাঁচ ভেঙে তিনি পায়ে আঘাত পান।  এর পরপরই দুর্বৃত্তরা এহতেশামকে পেয়ে রাস্তায় ফেলে কোপাতে শুরু করে।

হামলায় আহত সভাপতি ওয়াহিদুল হাসান দিপু বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করছিল। সেই বিরোধের জেরেই এ হামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান তিনি।

ঢাকা ানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারেক লতিফ বলেন, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আমরা ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যবসায়ী দ্বন্দ্ব এবং চাঁদাবাজি এই তিনটি বিষয়কে মাথা রেখে তদন্ত করছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে সমন্বয়কদের প্রেস ব্রিফিংয়ে হট্টগোল

স্থানীয় প্রতিনিধি চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সমন্বয়কদের মধ্যে হট্টোগোলের ঘটনা ঘটেছে। এক...

দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয়েছে

সময় ডেস্ক  দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয়েছে। পাঁচজনের শরীরে এই ভাইরাস পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট...

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে অভিনেত্রী নিপুণকে

বিনোদন সময় ডেস্ক  জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার...

লস অ্যাঞ্জেলেস এলাকায় বৃহস্পতিবার সকালে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষকে স্থান ত্যাগ করার নির্দেশ

আন্তর্জাতিক সময় ডেস্ক  লস অ্যাঞ্জেলেস এলাকায় বৃহস্পতিবার সকালে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষকে স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া...