বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাে নিয়োগ পাওয়া ২৩ জন তিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিরা বং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও নতুন বিচারকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া ২৩ বিচারপতিরা হলেন-

১. মো. গোলাম মর্তুজা মজুমদার (অবসরপ্রাপ্ত সিনিয়র া জজ); ২. সৈয়দ এনায়েত হোসেন (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ);

৩. মো. মনসুর আলম (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ);

৪. সৈয়দ জাহেদ মনসুর (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ);

৫. কে এম রাশেদুজ্জামান রাজা (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ);

৫. মো. যাবিদ হোসেন (অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ);

৭. মুবিনা আসাফ (আইনজীবী);

৮. কাজী ওয়ালিউল ইসলাম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

৯. আইনুন নাহার সিদ্দিকা (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

১০. মো. আবদুল মান্নান (সিনিয়র জেলা জজ);

১১. তামান্না রহমান (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

১২. মো. শফিউল আলম মাহমুদ (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

১৩. মো. হামিদুর রহমান (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

১৪. নাসরিন আক্তার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

১৫. সাথিকা হোসেন (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

১৬. সৈয়দ ্মদ তাজরুল হোসেন (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

১৭. মো. তৌফিক ইনাম (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

১৮. ইউসুফ আব্দুল্লাহ সুমন (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

১৯. শেখ তাহসিন আলী (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

২০. ফয়েজ আহমেদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল);

২১. মো. সগীর হোসেন (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

২২. শিকদার মাহমুদুর রাজী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট);

২৩. দেবাশীষ রায় ুরী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।

এর ে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাঁদের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে আইন ্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জাতিসংঘ: আফগানিস্তানে মানবাধিকারের উপর নির্ভর করছে তালিবানের বৈধতা

আন্তর্জাতিক ডেস্ক  মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে আফগানিস্তানে মানবাধিকারের একমাগত “বিপজ্জনক অবক্ষয়”এর আঘাত সইছেন নারী ও মেয়েরা।...

কমিটিতে পূজা চেরির নাম, যা বললেন শিবির সভাপতি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির নাম যুক্ত করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (মহিলা) কমিটির একটি...

আন্তর্জাতিক অপরাধ ট্রািইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, 'শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না,...

কর্ণফুলীতে ইয়াবাসহ বাসের যাত্রী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক বাসে যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন...