ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা সান্স-এর চেয়ারম্যান ইমিরেটাস রতন টাটা ৮৬ বছর বয়সে মারা গেছেন। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
গত কয়েকদিন ধরেই এই শিল্পপতি চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তিনি রুটিন স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।
এক বিবৃতিতে টাটা সান্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন রতন টাটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘টাটা গ্রুপের কাছে মি. টাটা শুধু একজন চেয়ারম্যানই ছিলেন না। আমার জন্য তিনি ছিলেন মেন্টর, পথপ্রদর্শক এবং বন্ধু। তিনি নজির তৈরির মাধ্যমে অনুপ্রাণিত করতেন। উৎকর্ষতা, সততা এবং উদ্ভাবনের প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে টাটা গ্রুপ তার নেতৃত্বে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে।’
সমাজসেবায় রতন টাটার অবদানের কথা স্মরণ করে চন্দ্রশেখরন বলেন, ‘শিক্ষা থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত তার উদ্যোগগুলো গভীর প্রভাব ফেলেছে, আগামী প্রজন্মও যার সুফল পাবে।’
রতন টাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রতন টাটার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শ্রী রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তার মনটা মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। তিনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছিলেন।’