যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত গোপন তথ্য ফাঁসের জন্য ইমরান খান অভিযুক্ত

Date:

Share post:

বুধবার পাকিস্তানের একটি বিশেষ আদালত সাবেক প্রন্ত্রী ইম খানকে ক্ষমতায় থাকার সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত গোপন তথ্য প্রকাশ করার একটি নজিরবিীন ও বিতর্কিত অভিযোগে অভিযুক্ত করেছে।

এই অভিযোগের কারণে কারাবন্দি এই জনপ্রিয় নেতার জাতীয় নির্বাচনে অংশ নেয়ার এবং ক্ষমতায় ফিরে যাওয়ার সুযোগে নতুন করে আঘাত লাগলো। পাকিস্তানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবার কথা।

এই অভিযোগের অপর আসামি হচ্ছেন শাহ মোহাম্মদ কোরেশি, যিনি একজন সাবেক মন্ত্রী। এই ঘটনায় তাঁর কথিত ভূমিকার জন্য তাকে অভিযুক্ত করা হয়। এই আইনি কার্যক্রমের সময় ী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি । তবে কেবলমাত্র মুষ্টিমেয় কিছু স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

আইনজীবি শাহ খাওয়ার রয়টার্সকে বলেন, “ আদালত কক্ষে এই সব অভিযোগ জোরে পড়ে শোো হয়”। তিনি আরও বলেন খান ও কোরেশি উভয়ই নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

খানের আইনজীবি, ব্যারিস্টার গওহর খান এই অভিযোগের বিরোধীতা করেন। র পর তিনি সংবাদদাতাদের বলেন , “ কোন অভিযোগ আমাদের সামনে গঠন করা হয়নি এবং অভিযুক্তরা তাতে স্বাক্ষরও করেননি।“ আইনজীবি আরও অভিযোগ করেন যে বিচার কাজটি “ খুব দ্রুত পরিচালনা করা হয় এবং তাতে কোন স্বচ্ছতা এবং ন্যায্যতা ছিল না”।

তিনি বলেন, “ বিচার কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, আর যখনই তা দ্রুতগতিতে করা হয় , তখনই তা বিটর্যস্ত হয়”। বিবাদি পক্ষের উকিল দুঃখ প্রকাশ করে বলেন যে এই বিচার খোলাখুলি হচ্ছে না এবং অধিকাংশ বিদেশি ও স্থানীয় সংবাদ প্রতিবেদককে আদালতের এই কার্যক্রম শুনতে দেয়া হয়নি যা কীনা আইনের লংঘন।

তিনি বলেন, “ কাউকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য, পাকিস্তানের ফৌজদারি বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে । যথেষ্ট হয়েছে। এটা বন্ধ হতেই হবে”।

রুদ্ধ দ্বার বিচার কার্যক্রমে একই অভিযোগে প্রথমে অক্টোবর মাসে খান ও কোরেশিকে অভিযুক্ত করা হয় কিন্তু উচ্চতর আদালত এই প্রক্রিয়া বাতিল করে দেয় এবং কর্তৃপক্ষকে খোলা বিচার নিশ্চিত করতে ও পরিবারের সদস্য ও সংবাদদাতাদের সেখানে থাকার অনুমতি দেয়ার কথা বলেন।

তবে সরকার বলছে নিরাপত্তার কারণে এবারও বিচার প্রক্রিয়া রাজধানী ইসলামাবাদের কারাগারের ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন যে অপরাধী হিসেবে সাব্যস্ত হলে তার শাস্তি হবে সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড কিংবা মৃত্যুদন্ড।

এই লার উৎপত্তি একটি গোপন তারবার্তা থেকে যাকে অভ্যন্তরীণ ভাবে সাইফার বলা হচ্ছে। ২০২২ সালের মার্চ মাসে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত এই তারবার্তাটি ইসলামাবাদে পাঠান।

ইমরান খান অভিযোগ করেছেন যে এই সাইফারে তার সরকারকে সেনাবাহিনীর সাহায্যে এক মাস পরে ক্ষমতাচ্যূত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ পাওয়া যায়। ইউক্রেন আক্রমণের ঠিক আগের দিন তার মস্কো সফরের জন্যতাকে এই শাস্তি দেয়া হলো।

ওয়াশিংটন এবং পাকিস্তানের সামরিক বাহিনী উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...