স্থানীয় প্রতিনিধি
সকালে প্রথম প্রহরে নগরীর নিউমার্কেটস্থ মিউনিসিপ্যাল স্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,চট্টগ্রামের জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর,রাজনৈতিক সংগঠন,সহ বিভিন্ন সামাজিক সংগঠন সহ আরো অনেকে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। অন্যদিকে বিজয় দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণস্থ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র।
এরপর মেয়র নগরীর প্যারেড মাঠে চসিকের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মো. জাবেদ, নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদসহ বিভাগীয় সভাপতিদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।