পটুয়াখালী-১ আসনের বৈধ প্রার্থি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।
আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা দেন।