নগরীর পাথরঘাটায় অবস্থিত সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে
পড়ালেখায় মনোযোগী করা সহ সুস্হ সুন্দর দেহ গঠন, আত্মরক্ষামূলক বিশ্ব জনপ্রিয় খেলা কারাতের বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২৭ জুলাই স্কুল অডিটোরিয়ামে।
সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল ব্রাদার রক্তিম লেবিও ছিরান সিএসসি,
আরো উপস্হিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক এবং কারাতে কো-অর্ডিনেটর রিচার্ড রিবেরিও, শিক্ষক পংকজ পালিত, সুপ্লব কান্তি দত্ত, রন্জন চৌধুরী,প্রবাল মজুমদার, ইসতিয়াক সাফিন।
এসপিএসসি কারাতে ক্লাবের সহকারী কোচ স্বাধীন আহমেদ।
প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন,পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও আত্নরক্ষার জন্য কারাতের কোন বিকল্প নেই। আর কারাতে প্রশিক্ষনের মাধ্যমে আত্নরক্ষা, ইমিউনিটি স্ট্রং সহ সুস্হ সুন্দর জীবন গঠন ছাড়াও জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া এবং ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
স্কুলের সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী সঞ্চালনায় কারাতে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী এবং আন্তর্জাতিক কারাতে রেফারী স্কুলের চিফ কোচ সেনসী এ বি রনি,৫ম ড্যান বিকেএফ ও ওয়ার্ল্ড কারাতে সোতো কনফেডারেশন।