সময় ডেস্ক
“লার্ন কারাতে ফর সেল্ফ ডিফেন্স,সেল্ফ কনফিডেন্স,স্পোর্টস এন্ড মেকিং গুড হেলথ “এ শ্লোগানকে সাথে নিয়ে গত ২৯ জুলাই’২০২৩ রোজ শনিবার
সেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজে আত্নরক্ষামূলক বিশ্ব জনপ্রিয় খেলা কারাতের বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে।
সেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার অসীমা স্কলার্সটিকা রিবেরো আরএনডিএম এর সভাপতিত্বে
কারাতে চীফ কোচ সেনসী এ বি রনি’র সঞ্চালনায় কারাতে বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওন ট্যুরিস্ট পুলিশ সুপার জনাব আপেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা এবং কো-অর্ডিনেটর মৌসুমী দাশ, কলেজ ও কারাতে কো-অর্ডিনেটর সিস্টার রেমা বৃন্তা, সিস্টার নিভা গোমেজ, সিস্টার মারগ্যারেট, এবং এসটিএসজিএসসি শিক্ষক প্রতিনিধি সাথী গোমেজ ও শিক্ষক সুপ্লব কান্তি দত্ত।
স্কুলের কারাতে ক্লাবের সহকারী কোচ তাসপিয়া সিরাজ।
প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন নারীদের আত্মশক্তি বৃদ্ধি ও মনোবল বাড়াতে কারাতের কোন বিকল্প নেই, পড়ালেখা করতে গেলে সুস্থ থাকা সহ মানসিক শান্তি ও মেডিটেশনের প্রয়োজন, বর্তমানে নারীদের নানারকম সামাজিক কর্মকাণ্ড সহ সমাজসেবা করতে সাহসের প্রয়োজন। তিনি সেন্ট স্কলার্সটিকাস গার্লস স্কুল এন্ড কলেজ কে ধন্যবাদ দেন নারীদের এমন সচেতনতামুলক কর্মকাণ্ড চালু রাখার জন্য।