আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৩৬ তম ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল কাদের মিয়াকে কালচারাল অ্যাওয়ার্ড প্রদান করছেন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসওমেন জুডি চু সহ ফোবানার নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলছে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন।
ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল কাদের
মিয়া।
গত ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব এম এ মান্নান সম্মেলন উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও লায়লা হাসান।আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী তারিন, ফোবানা চেয়ারম্যন আতিকুর রহমান, সেক্রেটারী ডক্টর রফিক খান,সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা ,সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ফোবানার কনভেনার আবুল ইব্রাহিম,সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু, হোস্ট প্রেসিডেন্ট জাহিদ হোসেন,চীপ কো অডিনেটর কাজী মাসরুরুল হুদা ও ফোবানা ট্রেজারার এস.এম লতিফুর রেজা তুষার, হোস্ট ট্রেজারার দেওয়ান জমির পলাশ।
জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত এই সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৫ টি সংগঠনের প্রতিনিধিরা এবং উত্তর আমেরিকার সংস্কৃতিমনা বাঙালিরা উপস্থিত ছিলেন।