স্থানীয় প্রতিনিধি–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক বাতিসমূহের সুইচ অন-অফ কাজে নিয়োজিত ইমাম-মোয়াজ্জেম ও পুরেহিতদের মাঝে বাৎসরিক সম্মানী ভাতা প্রদান চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিউটে অনুষ্ঠিত হয়।
পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী,বিদ্যুৎ প্রকৌশল উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবু ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারি,সহকারী প্রকৌশলী সালমা বেগমসহ প্রমুখ।
এসময় নগরীর ৪১টি ওয়ার্ডের ৪টি জোনে ১৫০১টি সুইচিং পয়েন্টের বিপরীতে ২৫০০ টাকা হারে মোট ৩৭,৫২,৫০০ টাকা প্রদান করা হয়।