চট্টগ্রামের পাহাড়তলীতে রেহনুমা ফেরদৌস (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নওশাদ আমিনকে গ্রেপ্তার কররা হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়ার নিজ বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রেহনুমা আলকরন ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি বাবা তারেক ইমতিয়াজ ইমতুর মেয়ে ও সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদ আমিনের স্ত্রী। নওশাদ রেহনুমা দম্পতির আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে শ্বশুরবাড়িতে নিজ ঘরের খাটে রেহনুমার মরদেহটি পাওয়া গেছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে, বাসা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওইদিন দুপুরেই নওশাদকে থানা হেফাজতে নেওয়া হয়। রাতে নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মেয়ের স্বামী ও শাশুড়িকে আসামি করে মামলা করেন। এরপর নওশাদকে গ্রেপ্তার দেখানো হয়।