বাঁশখালীতে দুর্বৃত্তদের কীটনাশক প্রয়োগে ৮ লক্ষাধিক টাকার মাছের মৃত্যু

Date:

Share post:

, বাঁশখালী(্টগ্রাম) প্রতিনিিঃ 
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ্ববড়ঘোনা গ্রামের ৭ নং ওয়ার্ডে প্রায় ৬/৭ একর আয়তনের একটি মাের ঘোনায় দুর্বৃত্তরা সংগোপনে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। ্মম অিক এ ঘটনায় ঘোনার ইজারাদার গ্রামের সহজ সরল দরিদ্র যুবক মোঃ ছাদেক হতবিহ্বল হয়ে দোষীদের সুষ্ঠ তদন্তপুর্বক দৃষ্ঠান্তমুলক শাস্তি ও ক্ষতিপুরন দাবী করেছে। হতভাগ্য ঘোনার ইজারাদার মোঃ ছাদেক স্থানীয় ছমদ আলী সিকদার বাড়ীর নুরুল ইসলামের ছেলে।
১৮ জুন’২২ ইং িবার দিবাগত রাত ১ টার দিকে দুর্বৃত্তরা ছাদেকের মাছের ঘোনায় কীটনাশক প্রয়োগ করেছে বলে জানায় ক্ষতিগ্রস্থ ছাদেক। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানানো হয়েছে বলে জানিয়েছেন এসআই মামুন।
ঘটনার বিবরনে প্রকাশঃ ঘোনার ইজারাদার যুবক ছাদেক হামিদ উল্লাহ টেকের পুর্বপা জলকদরের বেড়িবাঁধ সংলগ্ন প্রায় ৬/৭ একরের জমিতে প্রতিবছর ইজারা নিয়ে মাছের ঘোনা করে চিংড়ি, ট্যাংরা, কোরাল, বাটা, চিরিং মাছের চাষ করে। এ বছরও ঘোনার শুরুতে ধার কর্জ করে প্রায় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন মাছের পোনা ছাড়ে। এ পোনা বড় মাছ হয়ে প্রায় ৭/৮ লক্ষ টাকার মাছ হবে। ঘোনাটি ছাদেকের প্রতিবেশীরা নেওয়ার জন্য বিগত বেশ কয়েকবছর থেকে চেস্টা করে ব্যার্থ হলে বেশ কয়েকবার ছাদেকের উপর ও করেছে বলে জানায় ছাদেক। এ নিয়ে কোর্টে মামলাও চলমান আছে। প্রতিপক্ষ প্রতিবেশীরা এ এলাকায় ছাদেক কিভাবে মাছের ঘোনা করে দেখে নেবে বলে চ্যালেঞ্জও দিয়ে রেখেছিল বলে জানায় ছাদেক। প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিপক্ষের দুর্বৃত্তরা অমানবিক এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে ছাদেক।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের কাঁছে জানতে চাইলে তিনি জানান, মাছের ঘোনায় কীটনাশক প্রয়োগে মাছ মেরে ফেলার মৌখিক অভিযোগ পেয়েছি। ক্ষতিগ্রস্থ ঘোনার মালিকরা মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছেন ওসি কামাল উদ্দিন।
এদিকে ঘোনায় বিষপ্রয়োগে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলার ঘটনায় এলাকার সাধারন জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘোনা এলাকায় সমেবেত শত শত জনতা অবিলম্বে অমানবিক এ নির্মমতার দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) এই বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তা...

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...