রাহাদ সুমন,
বানারীপাড়া প্রতিনিধি।
কয়েকদিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র
ঈদ-উল ফিতর। আগাম ঈদের আনন্দে মুসলমানদের ঘরে ঘরে যখন খুশির জোয়ার বইছে, ঠিক এমনি এক মুহূর্তে প্রিয়জন হারিয়ে শোকে মূর্ছা যাচ্ছে বরিশালের বানারীপাড়ার এক যুবলীগ নেতার পরিবার। শোকাবহ ওই পরিবারের পাশে দাঁড়িয়ে অভিভাবকের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কর্মী বান্ধব নেতা বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চাখার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিন্টুর আকস্মিক মৃত্যুর খবর শুনে সেখানে তাৎক্ষনিক
ছুটে যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এ সভাপতি। এ সময় তিনি শোকাহত পরিবারের পাশে থেকে তাদেরকে সকল সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়াত রিন্টুর দুই সন্তান কলেজ ছাত্রী ঊর্মি ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়ার লেখাপড়ার দায়িত্ব নেন। এ সময় তার সাথে ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।