মাদকমুক্ত সমাজের জন্য কারাতে এ শ্লোগানকে সামনে রেখে পথ চলা ও অসংখ্য জাতীয় খেলোয়াড় তৈরীসহ চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংগঠন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের কার্যক্রম কে আরো গতিশীল করতে গত ২৮ শে মার্চ রোজ মঙ্গলবার গঠন করা হয়েছে বিকেএফকেএস এর পাঁচলাইশ শাখা কমিটি।উক্ত কমিটিতে পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জনাব আবু সাঈদ সেলিম কে সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠাতা এবং বিকেএফকেএস এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সেনসী এ বি রনি কে সাধারন সম্পাদক সিলেকশন করে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পাঁচলাইশ শাখা কমিটি করা হয়েছে। উক্ত শাখায় সহ-সভাপতি হিসেবে আছেন বিশিষ্ট সমাজ সেবিকা জনাবা মিসেস মানজুমা মজুমদার,বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ জনাব জসিমুল আনোয়ার খান ও এস এম শাহাবুদ্দীন আহমদ, যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন ও আশরাফ উদ দৌলা চৌধুরী রিপন, কার্যকরী সদস্য হলেন বিশিষ্ট কবি শ ম বখতিয়ার,সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন ও ক্রীড়া সংগঠক অপু বড়ুয়া।
স্কুলের প্রতিষ্ঠাতা ও জাতীয় এবং আন্তর্জাতিক কারাতে রেফারী সেনসী এ বি রনি’র সঞ্চালনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি উত্তর জনাব আরফাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পাঁচলাইশ শাখার এ কমিটি ঘোষনা করেন এবং মুজিববর্ষ সিজেকেএস কারাতে লীগ ২০২১-২০২২ এ পদক প্রাপ্তদের সনদ প্রদান করেন প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ।
বিকেএফকেএস এর পাঁচলাইশ শাখার কার্যকরি কমিটি গঠন
Date:
Share post: