ডেস্ক নিউজ: ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
মঙ্গলবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অনুমোদনগুলো দেওয়া হয়।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
এ সময় নদীর খনন এবং বাঁধ নির্মাণ কাজ দ্রুত ও টেকসই করে করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সভায় কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম (পানির নিচে মাছের প্রদর্শনী ঘর) তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।