ডেস্ক নিউজ: ভারতের কমেডি কুইন ভারতী সিং। তার ঘর আলো করে এসেছে নতুন অতিথি। ছেলের মা হয়েছেন ভারতী। ইনস্টাগ্রামে এক পোস্টে ছেলের জন্মের খবর জানিয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া। তবে তিনি এখনও সন্তানের ছবি প্রকাশ করেননি
সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে এই খবর জানিয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া।
ভারতী এবং হর্ষ একে অপরের দিকে মুগ্ধ, এমনই এক মিষ্টি ছবি পোস্ট করেন হর্ষ। সেখানে তিনি লেখেন, ছেলে হয়েছে।
এই সুখবর পোস্টের সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে লাইক, কমেন্টের ঝড় বয়ে গেছে। নেহা কাক্কার থেকে মৌনি রায়সহ অনেকেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের শেষের দিকে জীবনের এই খুশির খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন হর্ষ এবং ভারতী। বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। এরপরেই সুখবর পান তারা।
২০১৭ সালে ৩ ডিসেম্বর চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ে হয় ভারতীর। তাদের সংসারে এটিই প্রথম সন্তান। এর আগে অন্তঃসত্ত্বা হয়েও ‘হুনার্বাজ: দেশ কি শান’ নামের রিয়েলিটি শো উপস্থাপনা করতে দেখা গেছে ভারতীকে।