ডেস্ক নিউজ:: বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রতি ব্যারেল ১১০ মার্কিন ডলারে পৌঁছেছে। সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য।
বুধবার (২ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়াতে সম্মত হওয়ার পরেও বেড়েছে তেলের দাম।রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ। তাই এ সংঘাতময় পরিস্থিতিতে তেল বা গ্যাস সরবরাহ প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে, যুদ্ধের দামামায় আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া নিরাপদ বিনিয়োগ খ্যাত সোনার দামও ঊর্ধ্বমুখী। অ্যালুমিনিয়ামের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে।