ডেস্ক নিউজ: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ২ দশমিক ১০ শতাংশ। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য মতে, এদিন সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে ২ হাজার ১৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের মধ্যে ৩২ জন নগরীর এবং ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় চট্টগ্রামে আজ গণটিকা দেওয়া হচ্ছে। সংক্রমণ কমে আনার লক্ষ্যে করোনা টিকার পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৬ হাজার ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে আক্রান্ত হন ৯১ হাজার ৮৯২ জন। আর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪৬৫ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।