ডেস্ক নিউজ:বুস্টার ডোজ টিকা নিয়েও করোনাক্রান্ত হয়েছেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথ।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বাকিংহাম প্যালেসের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্যালেস থেকে বলা হয়েছে, বর্তমানে রানীর হালকা জ্বর-সর্দির মতো উপসর্গ রয়েছে। তার অবস্থা গুরুতর নয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন। রানী তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলসের সংস্পর্শে আসেন যার করোনা শনাক্ত হয় গত সপ্তাহে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রানী ২০২১ সালে ৯ জানুয়ারি ফাইজারের প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি বুস্টার ডোজ টিকাও নিয়েছেন।