অনলাইনে জাল টাকার অর্ডার, ডেলিভারি দিতে গিয়ে গ্রেফতার ৬

Date:

Share post:

রাজানীর াখালী এলাকায় ভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামস সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্য গ্রেফতার করেছে ঢাকা মহা গোয়েন্দা পুলিশের (ডিবি) অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

বুধবার (১৪ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার () মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ডিবির ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বনানী থানাধীন মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ও রেজাউল করিমকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্য-সবুজ, সোহেল মাহমুদ, সোহেল ও শাহ আলমকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহ করে আসছিল। তারা আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা করেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়া হয়

জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু...

একমাসে করোনা ও ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

চলতি বছরের জুনে হঠাৎ করেই করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই দ্রুত বৃদ্ধি...

কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

ফাঁস হওয়া একটি ফোনালাপের ঘটনায় প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে থাই সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) থাইল্যান্ডের সাংবিধানিক...