রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
বুধবার (১৪ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (২৮), মো. রেজাউল করিম ওরফে রেজা (৪৩), মো. সোহেল (৪০), মো. সাইদুর রহমান ওরফে সবুজ (২৮), সোহেল মাহমুদ (২৪) ও মো. শাহ আলম।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ডিবির ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বনানী থানাধীন মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশে অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ও রেজাউল করিমকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্য-সবুজ, সোহেল মাহমুদ, সোহেল ও শাহ আলমকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহ করে আসছিল। তারা আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বড় ধরনের জাল নোট সরবরাহের পরিকল্পনা করেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।