ডেস্ক নিউজ:চট্টগ্রামে ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন কারো মৃত্যু হয়নি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবদেনে এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য মতে, এদিন এন্টিজেন্ট টেস্টসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে ২ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৪ জন নগরীর ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণের সঙ্গে মৃত্যু হার কমে এসেছে। এরপরও জনাসমাগম হয় এমন সভা-সমাবেশ অনুষ্ঠান এড়িয়ে যেতে নির্দেশনা দিয়েছি।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৬ হাজার ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে মহানগরে আক্রান্ত হন ৯১ হাজার ৬৯৪ জন। আর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৩৯১ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
এর আগের গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩ জন। এর মধ্যে মহানগরে ৫০ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন ২৩ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমেণের হার ছিল প্রায় ৩ শতাংশ।