ডেস্ক নিউজ: পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়েছে। কেজি প্রতি ১৫ টাকা বেড়ে বর্তমান মূল্য ৫০ টাকা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বেড়েছে। পাইকারি বাজারে ৩২ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এরপর তা খুচরা বাজারে আসতে আসতে দাম বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে ।
এ প্রসঙ্গে খুচরা বিক্রেতা সত্তার মিয়াঁ বলেন, ‘রবিবারও দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করেছি। এখন আমাদেরই ৪০ টাকার বেশিতে কিনতে হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই পাইকাররা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। পাইকারি বাজারে দাম বাড়লে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়।’