অবশেষে নিষিদ্ধ হলেন জায়েদ খান

Date:

Share post:

অবশেষে নিষিদ্ধই হয়ে গেলেন চিত্র জায়েদ খান। তাকে চলচ্চিত্র থেকে ফেলে দিলেন ১৮ সংগঠনের নেতারা। বুধবার রাতে ঢাকাটাইকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেছেন, ‘জায়েদ আমাদের কোনো সংগঠনকেই মানেন না। সিনিয়রদের সমীহ করেন না। যেহেতু তিনি নিজের মেজাজ-মর্জি মতো চলেন, তাই সংগঠনগুলোরও তাকে আর দরকার নেই।’

হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক ও অভিনেতা বলেন, ‘আমরা কেউই জায়েদ খানের সঙ্গে কোনো কাজ করব না। যদি কোনো সংগঠনের কোনো সদস্য জায়েদের সঙ্গে কাজ করেন, তাহলে সংশ্লিষ্ট সংগঠন সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দরকার পড়লে ওই ব্যক্তির সদস্যপদ বাতিল করা হবে।’

জায়েদ খান যে নিষিদ্ধ হতে চলেছেন, এমন কথা বুধবার সন্ধ্যায়ই জানান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘১৮ সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানকে চলচ্চিত্রের সকল কাজ থেকে নিষিদ্ধ করা হবে। আজ-কালের মধ্যেই এই দেওয়া হবে।’

সোহানুর রহমান সোহানের এমন কথার দুই ঘণ্টা না যেতেই জায়েদ খানকে নিষিদ্ধের ঘোষণা আসলো। যদিও মঙ্গলবার বিকালেই এফডিসিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন ১৮ সংগঠনের নেতারা। কিন্তু খবরটি গোপন রেখেছিলেন তারা।

নিপুণ যেহেতু ্টে আপিল করেছেন, তাই সেটির আদেশের অপেক্ষায় ছিল ১৮ সংগঠন। বুধবার বিকালে কোর্টের নির্দেশনা আসার পর সন্ধ্যায় ফের এফডিসিতে বৈঠকে ব নেতারা। সেখানেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে জায়েদ খানকে বয়কটের কথা জানিয়ে দেওয়া হয়।

ওই বৈঠকে স্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ অনেকে।

ভোটের দিন থেকেই জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন ১৮ সংগঠনের নেতারা। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের । সেদিন প্রার্থী, ভোটার এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী লোকজন ছাড়া এফডিসির ভেতরে কেউ ঢুকতে পারেনি। কয়েকজন পরিচালক ও প্রযোজক ঢুকতে গেলে তাদের লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ।

এর জেরে নির্বাচনের পরদিন এফডিসির সামনে প্রতিবাদ সমাবেশ করেন ১৮ সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এবং এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের সঙ্গে মিলে জায়েদ খান এমন পরিকল্পনার ছক এঁকেছিলেন, যাতে ১৮ সংগঠনের কেউ এফডিসিতে ঢুকতে না পারে।

এই ঘটনার প্রতিবাদে সে সময় এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন ১৮ সংগঠনের নেতারা। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এবার ১৮ সংগঠন মিলে নিষিদ্ধ করলেন জায়েদ খানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রাম বিমান বন্দরে অনামিকা জুথী নামে এক মডেল গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭...

গান বাংলা’ দখলের অভিযোগ, তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার' মালিকানা দখলের অভিযোগের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান...

ছাত্রদের শক্তি নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম

শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার...

ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটের বাইরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে করমর্দন করে তাকে স্বাগত জানান

ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটের বাইরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে করমর্দন...