ডেস্ক নিউজ: চট্টগ্রামে করোনার সংক্রমণ কমে আসছে,
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। তবে এদিন কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন
কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদেনে এ তথ্য উঠে জানা গেছে।
তথ্য মতে, এদিন এন্টিজেন টেস্ট সরকারি-বেসরকারি ১০ টি ল্যাবে ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ১১১ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ১০৬ জন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৪ হাজার ৫৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বমো্ট মহানগরে ৯০ হাজার ৬১১ জন এবং বিভিন্ন উপজেলার রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯৬১ জন।
এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে মহানগরে মারা গিয়েছেন ৭৩৪ জন। একই সঙ্গে উপজেলায় মারা যান ৬২৬ জন।