ডেস্ক নিউজ:চট্টগ্রামের ফটিকছড়িতে মালবোঝাই জিপগাড়ি উল্টে গিয়ে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পোলাগাড়ি দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এ দুর্ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল পুড়িয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা সড়কে অবস্থান নিয়েছে।
ফটিকছড়ির ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ডলার ত্রিপুরা গণমাধ্যমে জানান, মালবোঝাই জিপগাড়িটি দ্রুত ইউটার্ন অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় দুই স্কুল ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে মারা গিয়েছেন। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যান উদ্ধার অভিযান চালায়।