সাতকানিয়ার সোনাকানিয়া ফলাফল বাতিলের আবেদন স্বতন্ত্র প্রার্থীর

Date:

Share post:

ডেস্ক নিউজ: র উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ নম্বর সোনাকানিয়ার ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফলাফল বাতিলের আবেদন ছেন পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দীন চৌধুরী (প্রতিক: মোটর সাইকেল)।

মঙ্বার (৮ ফেব্রুয়ারি) রাতে ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দীন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে আপত্তিপত্র দাখিল করেন।

শেষে ফলাফলে ঘোষণায় দেখা যায়, নির্বাচনে সেলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ৫২৭৯ ভোট। ী নৌকার প্রার্থী জসিম উদ্দীন পেয়েছেন ৫৭৭৯ ভোট। লিখিত আবেদনে তিনি কারচুপির মাধ্যমে নৌকা প্রার্থীকে জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।

সেলিম উদ্দিন চৌধুরী জা, ভোটের দিন সকাল ৮টায় ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আমার এজেন্টরা ফোন করে জানায় নৌকা প্রার্থী জসিম উদ্দীন ও তার ভাই খোরশেদুল মসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে এজেন্টদের বের করে দিয়েছে। সকাল সাড়ে ৯ টায় আমি ৬ নম্বর ওয়ার্ডের রঙ্গিপাড়া রওজাতুল সুন্নাহ ্রাসা কেন্দ্রে গেলে নৌকা প্রতীকের প্রার্থী ও তার ভাই সমর্থকদের নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি প্রাণ রক্ষার্থে সেখান থেকে চলে আসি।

তিনি আরও জানান, পরবর্তীতে ৭ নম্বর ওয়ার্ডের মধ্য গারাংগিয়া কারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখি প্রায় সব ব্যালটে নৌকা প্রতীকে সিল মারা। তৎক্ষণাৎ আমি এ নিয়ে প্রতিবাদ করলে নৌকার প্রার্থীর ভাই খোরশেদসহ ১০-১২ জন মুখোশধারী আমার ওপর আবারও হামলা করে। হামলায় ঘটনাস্থলে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে খোঁজ নিয়ে জানতে পারি কেন্দ্রে দরজা বন্ধ করে রপূর্বক নৌকা প্রতীকে সীল মারা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন

রোববার (৯ ফেব্রুয়ারি) তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন...

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন...

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের...

শেষের নাটকীয়তার পরও রেকর্ড গড়ে আবার চ্যাম্পিয়ন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে প্রথমে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চিটাগাং...