ডেস্ক নিউজ: চট্টগ্রামে কমে আসছে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৮৮ শতাংশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এমন তথ্যে উঠে এসেছে। এদিন সরকারি ও বেসরকারি ৯ টি ল্যাবে ২ হাজার ৮৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৩৩ জন মহানগরের এবং বিভিন্ন উপজেলায় ১৪১ জন বাসিন্দা রয়েছেন।
এখন পর্যন্ত বন্দরনগরীর চট্টগ্রামে ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৮ জন। অপরদিকে বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৩৩ হাজার ৩০৭ জন।
এছাড়া মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫৯ জন। এর মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলাতে এই সংখ্যা ৬২৫ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণ কমে আসলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক পরতে হবে।
এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৮০ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ছিল ২১ দশমিক৩২ শতাংশ।