চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় রাতভর হওয়ার বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে তলিয়ে গেছে এক যুবক। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায়ও সন্ধান মিলেনি ওই যুবকের। তলিয়া যাওয়া যুবকের নাম মো. সালামত (৩৪)। তবে নিখোঁজ সালামতের নাম ছাড়া ঠিকানা পাওয়া যায়নি।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। কাজ করছে ৫ ডুবুরি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ জানান, অতিরিক্ত পানির স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মিলেনি। পরে আমরা ফিরে গেলে বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে ৩০ জুন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলিতে বৃষ্টির সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে গিয়ে দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও তিনজন। এছাড়া, চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকায় একটি সিএনজি অটোরিক্সা নালায় পড়ে যায়।