সারাদেশ্ব করোনায় আরও ১৪৫ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিউজ: ঘা্ত হয়ে সারাদেে আরও ১৪৫ জনের ্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯শ ৯৩ জন। আগের দিন ৬ হাজার ৫৬৬ জনের শরীরের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জাো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হা ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯২.৭৪ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৯২৭টি। আর নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৮৯২টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৭.১৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬.৯১ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে ১৪৫ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ৬৮ জন। এদের মধ্যে বাসায় ছয় জন ও ১৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশে সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৭২ শতাংশ।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৫৭ জন মারা গেছেন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ জন গ্রাম বিভাগের ও তৃতীয় সর্বোচ্চ ১৫ জন খুলনা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ৪, রংপুর বিভাগের ৭ জন এবং ময়মনসিংহের ৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রোববার ১৮৭ ও ১৭৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ৫২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, ২৮ জনের বয়স ৭১ থেকে ৮০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী ১১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৬ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সী এক জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জো বাইডেনের প্রেসিডেন্ট আমলের সব চেয়ে অন্ধকার মূহুর্তগুলি: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহার করে নেওয়া সম্পর্কে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র...

  আন্তর্জাতিক ডেস্ক  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জো বাইডেনের প্রেসিডেন্ট আমলের সব চেয়ে অন্ধকার মূহুর্তগুলি: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে...

কবি হেলাল হাফিজ মারা গেছেন

কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে...

দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুন গ্রেপ্তার

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা “পুষ্পা ২: দ্য রুল”। বৃহস্পতিবার মুক্তি পায় সিনেমাটি। তার আগে...

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেলেন ডনাল্ড ট্রাম্প

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেলেন ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘন্টা বাজান...