ডেস্ক নিউজ: ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এরপর তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন এ নেতা।