ডেস্ক নিউজ : চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাছির উদ্দিন নোবেল নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানা যায় নি।