ডেস্ক নিউজ: চট্টগ্রামে দুই ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা।
গতকাল (১৬ আস্ট) রাতে নগরের বন্দর থানার মাইল মাথা এলাকা থেকে প্রতারকদের আটক করা হয়।
আটকরা হলেন, যীশু চৌধুরী (৪৪)ও আশীষ মজুমদার (৩৮)।
র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরের মাইল মাথা এলাকায় সিফাত হল নামে একটি ফার্মেসীতে দুই ভুয়া চিকিৎসক চেম্বার খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। প্রাপ্ত তথ্যে মতে ওই ফার্মেসীতে র্যা বের একটি টিম অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে মানুষকে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছিল।